সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
The Daily Post

শার্শায় স্বামী পরিত্যক্তা নারী খুন 

বেনাপোল প্রতিনিধি

শার্শায় স্বামী পরিত্যক্তা নারী খুন 

যশোরের শার্শায় স্বামী পরিত্যক্তা এক নারী খুন হয়েছেন। তার নাম সোনাভান (৪৫)। নিহতের নিজ বাড়ির আঙ্গিনা থেকে রক্তমাখা মরদেহ উদ্ধার করে পুলিশ।

তিনি উপজেলার আমলাই গ্রামের মৃত মফিজ উদ্দীনের মেয়ে। গত শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় নিহতের প্রেমিক আ. রশিদকে রাতেই আটক করে পুলিশ। 

স্থানীয় লোকজন ও পুলিশ জানায়, দীর্ঘদিন ভিকটিম স্বামী পরিত্যক্তা সোনাভান আমলাই গ্রামে মাঠের ধারে বাড়িতে নিজের মানসিক ভারসাম্যহীন (বোবা) ছেলেকে নিয়ে বসবাস করছিলেন। ঘটনার দিন রাতে সে বাড়ির আঙ্গিনায় বঁটিতে মাছ কাটছিল। 

এমন সময় কে বা কারা হঠাৎ পিছন দিক থেকে লাঠি দিয়ে তার মাথায় আঘাত করলে সে মাঠিতে লুটিয়ে পড়ে। তার বোবা ছেলে দেখে চিৎকার করলে স্থানীয় প্রতিবেশীরা ছুটে এসে তার রক্তমাখা মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। পুলিশ এসে মরদেহ উদ্ধার করে ময়নাতদেন্তের জন্য যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। 

স্থানীয় অনেকে জানায়, ভিকটিম সোনাভানের গ্রামের অনেক লোকজনকে ১৫-২০ লাখ সুদের টাকা দিয়েছেন। এ ছাড়া এলাকার আ. রশিদ নামে এক ব্যক্তির সাথে তার পরকীয়া সম্পর্ক আছে। এসব বিষয় নিয়ে কেউ তাকে হত্যা করতে পারে বলে অনেকে ধারণা করছেন।

শার্শা থানার ওসি আকিকুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা হয়েছে শার্শা থানায়। তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেয়া হবে। 

টিএইচ